পুলিশের আইজিপির নির্দেশনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে করোনা পরিস্থিতিতে বিশেষ উদ্ভুদ্ধকরণ কর্মসূচি ও মাক্স বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে এ
উদ্বুদ্ধকরণ কর্মসূচিও মাক্স বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কাশিয়াডাঙ্গা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডি এম হাসিবুল বেনজীর। উদ্বুদ্ধ সভায় সভাপতিত্ব করেন, কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ। আরো উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক তদন্ত
মশিউর রহমানসহ অন্যান্য অফিসারগণ। পরে থানার অফিসার ইনচার্জ ও প্রধান অতিথি মোড়ের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে মাক্স বিতরণ করেন। মাক্স পরে বাইরে বের হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান তারা।
এস/আর