রাজশাহীর তানোরে আজ শুক্রবার দুপুরে অডিটিয়ারামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, বিদায় উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতোকে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানীর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন,সদ্যবিদায়ী উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতো,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম পাপুল সরকার,তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও তানোর পৌরসভা নবনির্বাচিত মেয়র ইমরুল হক, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর
রহমান,উপজেলা আওয়ামী লীগের সদস্য সুনীল কুমার, পাচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজেন কর্মকার,তানোর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওহাব সরদার, যুবলীগ নেতা আরিফুজ্জামান বাচ্চু সহ দুই পৌরসভার কর্মকর্তা-কর্মচারী কাউন্সিলার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় বিদায়ী ইউওনোকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের তোড়া ও কেস্ট,দুই পৌরসভার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।