1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাচোলে মৃত্যুর ৪৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

নাচোলে মৃত্যুর ৪৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৮ মারচ, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ভেরেন্ডি গ্রামের রহস্যজনক মৃত গোয়াল তোজাম্মেল হক তজলু (৫০) এর দাফনের ৩৫ দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বেনীপুর সুকতলা কবরস্থান থেকে লাশ উত্তোলনের সময় ম্যাজিস্ট্রেট চন্দন কর, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিল মাহমুদ, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, ওসি (তদন্ত) আব্দুল ওয়াহাব, বিট অফিসার এসআই সোহেল রানা, এসআই গোলাম রসুল,মামলার বাদি বাবলু, গণমাধ্যম কর্মী, সাবেক ইউপি সদস্য নাসিম আলীসহ স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ভেরেন্ডী বাজার থেকে গত ৭ ফেব্রয়ারী নিখোঁজ হন

উপজেলার বেনীপুর সুকতলা গ্রামের মৃত-জোহাক আলীর ছেলে তোজাম্মেল হক তজলু(৫০)। খবর পেয়ে ঘটনার পরদিন(৮ ফেব্রয়ারী) ভেরেন্ডী বাজারের মোবাইল টাওয়ারের পাশ থেকে একটি পরিত্যাক্ত রিং পাটের ভিতর থেকে তজলুর মৃতদেহ উদ্ধার করে তার স্বজনরা। ওই দিন বিকেলে তজলুকে তড়িঘড়ি করে বেনীপুর সুকতলা পাড়ার কবরস্থানে দাফন করা হয়। দাফনের পূর্বে তজলুর স্ত্রী আকতারা বেগম(৪২), বড় মেয়ে সাফিনা খাতুন(২৫) ছোট মেয়ে রোকসানা খাতুন(২৩) ও ছোট ছেলে সুমন (১৬)’র কাছ থেকে ইউপি সদস্য মোমিনুল ইসলাম সাদা কাজগে স্বাক্ষর করিয়ে নিয়েছেন বলে অভিযোগে জানান মামলার বাদি মৃতের ভাতিজা নিয়ামতপুর উপজেলার মুন্দিখোইর গ্রামের মৃত বেলাল উদ্দিন এর ছেলে বাবলু। বাদি আরও জানান, মৃত তজলুকে গোসল দেওয়ার সময় তজলুর বাম পা, বাম হাত ও সামনের পাটির দাঁত ভাঙ্গা ছিল বলে মৃতের ছেলে সুমন দাবী করে।

তজলুর রহস্যজনক মৃত্যুতে তার ভাতিজা নাচোল থানায় হত্যা মামলা দয়ের করতে গেলে নাচোল থানাপুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। তাই বাধ্য হয়ে নিহতের ভাতিজা বাবলু গত ১৫ ফেব্রয়ারী সোমবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফ আই আর হিসেবে রেকর্ড করার জন্য ওসি নাচোল থানাকে নির্দেশ প্রদান করে। বাদীর আবেদনের পেক্ষিতে আজ ১৮ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মৃত তজলুর লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST