রাজশাহী মহানবমী হরিপুর দরগাপাড়া মোড়ে এক অজ্ঞাত নারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। দামকুড়া থানার ওসি মাহবুব আলম জানান, আজ মঙ্গলবার সকাল আটটার দিকে অজ্ঞাত নামা ওই নারী (৫০) রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়। বাসটি আটক করা সম্ভব হয়নি।
এস/আর