মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষন রোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় রাজশাহী দু্র্গাপুরে র্যালি ও আলোচনা সভার মধ্যো দিয়ে দিবসটি উদযাপিত হয়।
১৫ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে ও ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তরের সহযোগীতায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মোতালেব মোল্লা, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু সাইদ। সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমাজের আহবায়ক মোবারক হোসেন শিশির, দুর্গাপুর প্রেসক্লাবের উপদেষ্টা মিজান মাহী, সদস্য জুবায়ের তুহিন সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ।
এস/আর