1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সরকারি জায়গায় বঙ্গবন্ধুর নামে মাদরাসা, দুই ইউপি সদস্য বহিষ্কার - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১৭ জানয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

সরকারি জায়গায় বঙ্গবন্ধুর নামে মাদরাসা, দুই ইউপি সদস্য বহিষ্কার

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মারচ, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাতের আঁধারে বঙ্গবন্ধু নূরানি মাদরাসা নামে টিনের ঘর তুলে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত সরকারি জায়গা দখলের পাঁয়তারা ও হিলিপ প্রকল্পে টাকা আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ও গুনিয়াউক ইউনিয়নের দুই ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কার করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ইউপি সদস্যরা হলেন- বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য লক্ষীপুর গ্রামের মোঃ জিয়াউর রহমান এবং গুনিয়াউক ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য চিতনা গ্রামের মোঃ আবুল কাশেম।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন বলা হয়েছে, ইউপি সদস্য জিয়াউর রহমান বেআইনিভাবে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের আওতাধীন জায়গায় বেআইনিভাবে বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে টিনের তৈরি ৫০ ফুট লম্বা বঙ্গবন্ধু নূরানি মাদরাসা নামে ঘর বানান। এছাড়াও জোর পূর্বক সরকারি জায়গা অবৈধভাবে দখল করা এবং সরকারি কাজে বাঁধা দেওয়াসহ বিভিন্ন অপরাধ করেন।

অপরদিকে আরেক ইউপি সদস্য মোঃ আবুল কাশেমের বিরুদ্ধে হিলিপ প্রকল্পের টাকায় কোনো কাজ না করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক জানান, জিয়াউর রহমান যেখানে ঘর তুলেছিল সেখানে এর আগের দিন আমরা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের আওতায় জায়গা নির্ধারণ করে গিয়েছিলাম। যা প্রধানমন্ত্রীর নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি নিজে উদ্বোধন করে গেছেন।

কিন্তু দুইদিন পর একই জায়গায় এসে দেখি ৫০ ফুট লম্বা বিশাল মাদরাসা। যাতে নেই কোনো শিক্ষার্থী। পরে আমরা দ্রুত এখান থেকে অপসারণ করতে জিয়াউরকে বললেও সে পাত্তা না দিয়ে উল্টো দলবল নিয়ে সরকারি কাজে বাঁধার সৃষ্টি করে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, তাদের দুজনের বিরুদ্ধে জেলা প্রশাসকের সুপারিশে ইউনিয়ন পরিষদ আইনে সরকার বাদি হয়ে মামলা করে। এখন জিয়াউরসহ তার দলবল পলাতক অবস্থায় আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় দুই ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে মন্ত্রণালয়।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST