1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
১০০ কোটি টিকা তৈরি হবে ভারতে - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

১০০ কোটি টিকা তৈরি হবে ভারতে

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মারচ, ২০২১

২০২২ সালের শেষ দিক পর্যন্ত লক্ষ্যমাত্রার থেকেও অতিরিক্ত ১০০ কোটির বেশি বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের টিকা তৈরি হবে ভারতে। শুক্রবার (১২ মার্চ) অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও ভারতের অনানুষ্ঠানিক কৌশলগত ফোরাম দ্য কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগের (কোয়াড) এক যৌথ সম্মেলনে অতিরিক্ত এই করোনার টিকা তৈরির ঘোষণা দেয়া হয়। এসব টিকা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে।

শনিবার (১৩ মার্চ) ফ্রি প্রেস জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। কোয়াডভুক্ত চার দেশের শীর্ষ নেতারা ভার্চ্যুয়ালি এই বৈঠক করেন। ২০২২ সালের শেষ দিক পর্যন্ত অতিরিক্ত ১০০ কোটি করোনার টিকা তৈরির ঘোষণা দেয় ভারতের বায়োলজিক্যাল লিমিটেড।

শুক্রবার যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসন টিকার অনুমোদন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পর্যন্ত বিশ্বে অনুমোদন পাওয়া টিকাগুলোর মধ্যে এই টিকাই একমাত্র এক ডোজের টিকা। মহামারি করোনাভাইরাস প্রতিরোধ এই টিকা এক ডোজ নিলেই হবে। ভারত ইতোমধ্যে বিশ্বের ৭০ দেশে করোনার টিকা সরবরাহ করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ প্রশাসন বলছে, ভারতকে করোনার টিকা উৎপাদনে ঋণ দেবে জাপান ও যুক্তরাষ্ট্র। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে করোনার টিকাদান কর্মসূচিতে প্রায় ৫০ কোটি ডলার দেবে অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত হওয়া ‘স্কোয়াড’ প্রথমবারের মতো শুক্রবার তালিকাভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠক করেন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST