রয়েল খান স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে বড় লজ্জা পেল জায়ান্ট ক্লাব চেলসি। নিজেদের মাঠে শক্তিশালী চেলসিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ওয়াটফোর্ড।
গতকাল রাতে চেলসিকে ভিকারেজ রোড স্টেডিয়ামে স্বাগত জানায় ওয়াটফোর্ড। স্বাগতিকদের বড় জয়ে একটি করে গোল করেছেন ডেনি, জানমাত, দেউলোফিউ ও পেরেইরা। অন্যদিকে চেলসির হয়ে একটি গোল করেন দলটির তারকা খেলোয়াড় ইডেন হ্যাজার্ড।
এদিন ম্যাচের ৩০ মিনিটে মিডফিল্ডার বাকায়োকোর লাল কার্ডে ১০ দজনের দলে পরিণত হয় চেলসি। এরপর একজন কম নিয়ে খেলতে থাকা ব্লুজদের আরও চেপে ধরে ওয়াটফোর্ড। ম্যাচের ৪২ মিনিটে ডেনির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিশ্রাম শেষে ম্যাচের ৮২ মিনিটে চেলসির তারকা ইডেন হ্যাজার্ড গোল করে দলকে সমতায় ফেরালে স্বস্তি আসে ব্লুজ শিবিরে। কিন্তু এর ২ মিনিট পরই ওয়াটফোর্ডের জানমাত গোল পেলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে চেলসি।
পরে ৮৮ মিনিটে জেরার্ড দেউলোফিউ গোল করে চেলসিকে ম্যাচ থেকে ছিটকে ফেলেন। আর ম্যাচের যোগ করা সময়ে প্রথম মিনিটে চেলসির জালে শেষবারের মতো বল পাঠান পেরেইরা।
ইংলিশ লিগে বড় ব্যবধানে এ হারের পর ২৬ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন অ্যান্তেনিও কন্তের চেলসি।
খবর২৪ঘণ্টা.কম/রখ