মৃত্যু হওয়ার তিন দিনেও অজ্ঞাতনামা লাশের সন্ধান মেলেনি। চলতি মাসের ৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানাধীন নতুন কসবা এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে উদ্ধার করা হয়। আরএমপির দামকুড়া থানার এসআই জাহিদ হাসান বলেন, পবার হরিপুর ইউনিয়নের ৭ নং ইউপি সদস্য সেলিম রেজা বিষয়টি লিখিত আকারে দামকুড়া থানা পুলিশকে জানায়। বিষয়টি জানার পরে লাশটি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে
লাশের ময়নাতদন্ত করা হয়। তিনদিন পেরিয়ে গেলেও তার নাম ও ঠিকানা জানা যায়নি। তবে ইউপি স্থানীয় ইউপি সদস্য বলছেন, মারা যাওয়া ব্যক্তি মানুষিক ভারসাম্যহীন হতে পারে। তাকে কেউ চিনতে পারলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানলে দামকুড়া থানার ডিউটি অফিসারের নম্বরে-০১৩২০০৬১৯১৮ জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
এস/আর