রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে তিন চিহ্নিত রোগী ধরা দালালকে আটক করেছে পুলিশ। এর আগেও এসব দালাল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার আটক হয়েছিল। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকার দীন মোহাম্মাদের ছেলে হাদিউল (৩২), রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সাগর আলী (৩০) ও নগরীর বোয়ালিয়া থানার খুলিপাড়া এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে রুবেল হোসেন (৩০)। পরে তাদের রাজপাড়া থানায় প্রেরণ করা হয়।
জানা গেছে, আটককৃত দালালরা রামেক হাসপাতালের আশেপাশে গড়ে উঠা নিম্নমাণের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিহ্নিত দালাল। এরা হাসপাতালে দূর-দুরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের কৌশলে বাইরে নিয়ে গিয়ে প্রতারণা করে। দালালির কারণে এর আগেও তারা আটক হয়েছিল। মঙ্গলবারও তারা রোগী ধরার জন্য বহির্বিভাগে ওৎ পেতে ছিল। এ সময় লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব রহমান বিষয়টি জানতে পেরে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে
তাদের আটক করে। আটক দালালদের তিনি রাজপাড়া থানায় প্রেরণ করেন। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়। নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় একব্যক্তি বলেন, এসব দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ এদের ধরার পর আদালত থেকে সামান্য পরিমাণ টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়ে আবার দালালির কাজে জড়িয়ে পড়ে। এ বিষয়ে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব রহমান বলেন, তিন দালালকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগেও তারা আটক হয়েছিল। এরা চিহ্নিত দালাল।
এস/আর