খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নেতা হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাজধানীর মালিবাগ থেকে এ বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তারের কথা সাংবাদিকদের জানায়।
২০১৬ সালের ৯ অক্টোবর নাশকতার বিভিন্ন মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল।কিন্তু আদালত তখন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। রাজধানীর পল্টন, মিরপুর, মতিঝিল, ডেমরা, আদাবর ও কালসী থানায় দায়ের মামলায় উচ্চ আদালত থেকে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান।
খবর২৪ঘণ্টা.কম/রখ