রাজশাহী মহানগরীতে পুলিশ ও সোর্স পরিচয়ে ছাত্রের টাকা ছিনতাইয়ের দায়ে শামিম (৩০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটক ছিনতাইকারী হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন তালাইমারী শহীদ মিনার গ্রামের জামিল ড্রাইভারের ছেলে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় এর আগেও মামলা হয়েছিল। অপর আসামীকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
পুলিশ জানায়, নাটোর গুরুদাসপুরের নাসিরুজ্জামান ইমন (২১) গত ৪ মার্চ সন্ধ্যায় বাজার করার জন্য তার বন্ধুদের সাথে তালাইমারী যাচ্ছিলেন। তারা ছাত্র এবং মেসে থেকে লেখাপড়া করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালাইমারী শহীদ মিনারের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পুলিশ ও পুলিশের সোর্স পরিচয় দিয়ে তাদের তল্লাশি
করার কথা বলে। তল্লাশি করার জন্য তাদের নিজ নিজ ব্যবহৃত মোবাইল ফোন ও মানি ব্যাগ গুলো নিয়ে নেয় ও বলে সামনে গাড়ী আছে সেখানে চলো। তারা আসামীদের কথা মতো তালাইমারী শহীদ মিনারের সামনে ফাঁকা মাঠের মধ্যে গেলে আসামীরা ৩০ হাজার টাকা দাবী করে। টাকা না দিলে থানায় নিয়ে গিয়ে মাদক মামলা দিয়ে চালান করে দিবো বলে হুমকি দেয়। এ সময় নাসিরুজ্জামান ইমন (২১) ও তার বন্ধুরা পুলিশ পরিচয়দানকারীদের জানায় তাদের কাছে এতো টাকা নেই। এরপর আসামীরা ইমন ও তার অপর দুই বন্ধু গোদাগাড়ীর আবু রায়হান (২৪) ও পুঠিয়ার সাব্বির হোসেন (২১) এর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার ৯০০ টাকা নিয়ে নেয়। এছাড়াও আসামীরা রায়হান এর জাতীয় পরিচয়পত্র, বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের
পরিচয়পত্র, ডেভিড কার্ড নিয়ে নেয়। আসামীদের কথাবার্তা ও আচরণ দেখে সন্দেহ হয় যে, তারা পুলিশের কোন সদস্য নয়। এরপর তারা চিৎকার করলে আসামীরা দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিলে টহল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়ভাবে আসামীদের ঠিকানা সংগ্রহ করে তাদের গ্রেফতারের চেষ্টা করেন। এরপর এক আসামীকে গ্রেফতার করে। বাকি আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এস/আর