রাজশাহীর বাঘায় মায়ের দায়ের করা মামলায় ছেলে মানিক উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আগেরদিন বৃহস্পতিবার রাতে মানিককে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার চকবাউসা এলাকার প্রয়াত মোমিন উদ্দিনের ছেলে।
অভিযোগে জানা গেছে, ১৫ বছর আগে স্ত্রী হাওয়া বেগম (৬৫) সহ দুই ছেলে ও দুই মেয়ে রেখে মারা যান চকবাউসা এলাকার মোমিন উদ্দিন। জমি রেখে যান ২ একর ৭৩ শতাংশ। দুই মেয়ের বিয়ের পর, ওই জমি জোরপূর্বক দখলে রেখে ভোগ করছেন প্রয়াত মোমিন উদ্দিনের বড় ছেলে মানিক। অন্যদিকে মাকে ভরণ-পোষণ না করেই সেই জমি লিখে নিতে চান। এতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার মাকে মারপিট করে
আহত করে মানিক। এর পর মেয়ে-জামাইকে সঙ্গে করে বাঘা থানায় ছেলে মানিকের বিরুদ্ধে অভিযোগ করেন বিধবা হাওয়া বেগম। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম বলেন, ভরণ-পোষণ আইনে মামলা রেকর্ড করে আসামি মানিককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের মামলা বাঘা থানায় এই প্রথম হয়েছে।
এস/আর