রাজশাহী বিভাগের ৮টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৮ জন ও জেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৮টি জেলায় করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৬৫৮ জন ও জেলায় ৬ হাজার ৫৮ জন। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৫৭১ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৯ জন, তানোর উপজেলায় ১২২ জন, পবা উপজেলায় ৩৩৬ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮৭ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৬৫৮ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। এরমধ্যে ২৪ হাজার ২৬১ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬০৫৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২৪ জন, নওগাঁ ১৬৩৯ জন, নাটোর ১২৪৫ জন, জয়পুরহাট ১৩৬৪ জন, বগুড়া জেলায় ১০ হাজার ১১ জন, সিরাজগঞ্জ ২৭৮১ জন ও পাবনা জেলায় ১৭১৮ জন। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। মৃত্যু হওয়া ৩৯৬ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৫০ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৬ হাজার ৩৪ জন।
এস/আর