রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশ পরিচয়ে তামিম ইকবাল নামের এক ফ্ল্যাক্সিলোড কর্মীর ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তামিম নগরীর কসমিকা ডিস্ট্রিবিউশন নামে একটি প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের ফ্ল্যাক্সি লোড ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানে সেল্স এক্সিকিউটিভ হিসেবে কর্মরত রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তামিম অভিযোগ করে জানান, প্রতিদিনের মতো তিনি নগরের বিভিন্ন দোকানে লোডের টাকা দিতে দিতে পবার হরিপুর ইউনিয়নের নবগঙ্গা এলাকায় যান। সেখান থেকে নতুন করে আরো দোকান খুঁজতে
মোটরসাইকেল যোগে সোনাইকান্দি এলাকায় যাওয়ার পথে দুপুর ১২টার দিকে একটি প্রাথমিক বিদ্যালয়ে সামনে দিয়ে যাওয়ার সময় একব্যক্তি তাকে থামার জন্য ইঙ্গিত করেন। কিন্তু তিনি না থেমে আরো সামনের দিকে এগিয়ে গেলে সামনে থেকে আরো ৩ জন তার গতিরোধ করে। এদের মধ্যে দুইজনের গায়ে ডিবি পুলিশের কটি ছিল। তিনি কোন কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একজন এসে তার কোমরের বেল্ট ধরে ও হাতে হাতকড়া পরান। সেইসাথে অন্যরা তাদের হাতে থাকা একটি কাগজে মোড়ানো পুটলি তাকে দেখান এবং তার হাতে দেয়ার চেষ্টা করেন। এছাড়াও তার ব্যাগ
চেক করে এবং শরীর তল্লাসী শুরু করেন। একপর্যায়ে প্যান্টের পকেটে থাকা প্রায় ২০ হাজার নিয়ে নেয়। টাকা ফেরত চাইলে মাদকের মামলায় ফাঁসিয়ে দেবেন জানিয়ে হাতকড়া খুলে দিয়ে ধাক্কা মেরে তারা টাকাগুলো নিয়ে দ্রত সেখান থেকে চলে যায়। পরে তিনি এ ঘটনা তিনি কর্তৃপক্ষকে জানান। এ বিষয় নিয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি এস.এম মাসুদ পারভেজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় মামলা হবে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এস/আর