চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বেলাল উদ্দিন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।
বুধবার রাত দশটার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত বেলাল উদ্দিন খাগরিয়া চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপুর আর নুর মার্কেট এলাকার দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একপক্ষ আরেক পক্ষের এলাকায় আসা-যাওয়া বন্ধ ছিলো। বেলাল উদ্দিন তৈয়ারপুর দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন একা পেয়ে তার বেলালের ওপর হামলা করে। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। উদ্ধার করে রাত দুইটার দিকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তৈয়ারপুর ও নুর মার্কেট এলাকার দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে আসছিল। এর আগেও একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা করেছে।
এ ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া থানায় বেশ কয়েকটি মামলাও হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, রাত দুটার সময় আহত বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে কোপানোর জখম রয়েছে।
জেএন