চলমান পরীক্ষাগুলো নেয়ার দাবিতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। বিক্ষোভকালে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোর্সের চলমান পরীক্ষা গুলো দ্রুত নেয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা যথাযথভাবে সময়ের মূল্য বুঝে পরীক্ষাগুলো নেয়ার দাবি জানান। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর সাহেববাজার। বিক্ষোভ ও মানববন্ধন উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীতে পড়ুয়া বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা।
এস/আর