1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের আট লাখ টাকা ছিনতাই - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের আট লাখ টাকা ছিনতাই

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
ছিনতাই: ছবি প্রতিকি

যশোরের শার্শায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে আট লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় শার্শা বলফিল্ডের পাশে মোটরসাইকেল গতিরোধ করে এ ছিনতাই করে দুর্বৃত্তরা।

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের সত্ত্বাধিকারী শরিফ  জানান, শার্শার নাভরন সাতক্ষীরা মোড়ে তার ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের শাখা রয়েছে। কর্মচারী শিমুল একটি প্যাকেটে আট লাখ টাকা নিয়ে বেনাপোল থেকে নাভারনের দিকে যাচ্ছিলেন।

শার্শা বলফিল্ডের সামনে দুটি মোটরসাইকেলে তিন ব্যক্তি মাস্ক পরিহিত অবস্থায় শিমুলের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়। বিষয়টি শার্শা থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।

যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইনসপেক্টর খালেকুর রহমান আরটিভি নিউজ জানান, টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান  বলেন, তারা অভিযোগ পেয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে আসামি ধরতে অভিযানও চলছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST