শপথ নিয়েছেন রাজশাহী অঞ্চলের ১২টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও বগুড়া জেলার মোট ১২টি পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠিত হবে। বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর নির্বাচিত জনপ্রতিনিধিগণকে শপথ বাক্য পাঠ করাবেন। স্বাস্থ্য বিধি মেনে এদিন বেলা সাড়ে ১২ টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে পাবনা পৌরসভা, রাজশাহীর মুন্ডমালা ও কেশরহাট পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা, নাটোরের সিংড়া পৌরসভা, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ পৌরসভা এবং বগুড়ার শিবগঞ্জ, ধুনট, নন্দীগ্রাম, গাবতলী ও কাহালু পৌরসভার মোট ১২ জন মেয়র, ৩৯ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং ১১৭ জন সাধারণ আসনের কাউন্সিলর শপথ নেন। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এস/আর