বগুড়া প্রতিনিধিঃ আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে সামনে রেখে বগুড়ায় পুলিশের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।
রবিবার রাতে পুলিশ বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাভোকেট মাহবুব আলম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও লাহিড়ীপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আপেল মাহমুদসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে।
বগুড়া সদর থানার ওসি এমাদুল হক এমদাদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন, শহরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলাইমান আলী, সদর থানা বিএনপির উপ কোষাধ্যক্ষ ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, রাজাপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল মেম্বার, ফাঁপোর ইউনিয়ন যুবদলের সভাপতি হেলাল উদ্দিন, বগুড়া শহর যুবদল নেতা রাসেল সর্দার, এরুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আরমান।