বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁতীদলের রাজশাহী জেলা ও মহাগরের আয়োজনে এ দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়। এতে তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের আহবায়ক আরিফুল শেখ বনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার
অন্যতম উপদেষ্টা রাসিকের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা ছিলেন, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ। আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ওয়ালিউল হক, নগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও অন্যান্য নেতৃবৃন্দ।
এস/আর