রাজশাহী বিভাগের ৮টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০ জন ও জেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৮টি জেলায় করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৫২৭ জন ও জেলায় ৬ হাজার ৩৩ জন। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এদিন নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৫৫০ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৮ জন, তানোর উপজেলায় ১২০ জন, পবা উপজেলায় ৩৩৬ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮২ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২০ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৫২৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯৪ জনের। এরমধ্যে ২৩ হাজার ৮৮৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬০৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২৩ জন, নওগাঁ ১৬৩১ জন, নাটোর ১২৩৬ জন, জয়পুরহাট ১৩৬২ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৯৬১ জন, সিরাজগঞ্জ ২৭৭৪ জন ও পাবনা জেলায় ১৬৯৯ জন। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। মৃত্যু হওয়া ৩৯৪ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৪৯ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৫ হাজার ৮৪০ জন।
এস/আর