রাজশাহীর মোহনপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, মোহনপুর উপজেলার মৌগাছি গ্রামের মৃত আবেদ মণ্ডলের ছেলে আমজাদ মন্ডল (৪২) কেশর হাট গ্রামের আরিফ মন্ডল এর ছেলে আজিজুল ইসলাম (২২) ও মৌগাছি গ্রামের মৃত সাদেক আলীর ছেলে আনারুল ইসলাম (৩৬)। আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হাজরাপুকুর থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন হাজেরা পুকুর এলাকায় অভিযান চালিয়ে করে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আমজাদ মন্ডল (৪২) আজিজুল ইসলাম (২২) ও আনারুল ইসলাম (৩৬) কে আটক করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর