পাবনা ব্যুরো: অনার্স চতুর্থ বর্ষের (২০১৩-২০১৪) সেশনের পরীক্ষার রুটিন তারিখ পেছানোর দাবিতে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে তিনটি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচি চলাকালীন বক্তারা বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে। যার ফলে অনেকেরই মান উন্নয়ন পরীক্ষার পাশাপাশি পড়ে গেছে চতুর্থ বর্ষের পরীক্ষা। তাই তারা রুটিন পরিবর্তনের দাবি জানান। অন্যথায় আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন তারা। চতুর্থ বর্ষের পরীক্ষাটি তৃতীয় বর্ষের পরীক্ষার শেষে গ্রহনের জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।
সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ ও শহীদ এম মনসুর আলী কলেজের শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন, শিক্ষার্থী অভিজিৎ কুন্ডু, ইত্তেহাদ হাসান সাদ্দাম, রায়হান সোহাগ, জান্নাতুল মিমি প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ