1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর চার পৌরসভায় ভোট গ্রহণ শুরু - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

রাজশাহীর চার পৌরসভায় ভোট গ্রহণ শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্ুয়ারী, ২০২১

চতুর্থ দাফে আজ ১৪ ফেব্রয়ারী রোববার রাজশাহীর ৪টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। পৌরসভাগুলো হলো, রাজশাহীর তানোর, গোদাগাড়ী, বাগমারার তাহেরপুর ও পবার নওহাটা। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

তানোর : নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রয়েছেন বিএনপির মরহুম প্রভাবশালী নেতা, সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লার ভাগ্নে বর্তমান মেয়র মিজানুর রহমান, নৌকা প্রতীকে আ’লীগ দলীয় প্রার্থী ইমরুল হক ও বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত আব্দুল মালেক মণ্ডল (নারীকেল গাছ) প্রতীকে অংশ নিচ্ছেন। যদিও মূল লড়াই হবে বিএনপি ও আ’লীগ প্রার্থীর মধ্যে। এবারের নির্বাচনে প্রচার-প্রচারণার সময় বিএনপি প্রার্থী ব্যাপক ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তানোর পৌর এলাকায় ১৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ১১ টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রসাশন। তানোর পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৩ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৬৩০ জন। পৌর নির্বাচনে মূল দলের দুই প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী।

গোদাগাড়ী : পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন লড়াই করছেন। মেয়র পদের প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে গোলাম কিবরিয়া রুলু, নৌকা প্রতীকে আ’লীগ মনোনীত প্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাস, জামায়াতের স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে ড. মো. ওবায়দুল্লাহ ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মনিরুল ইসলাম বাবু নারিকেল গাছ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

তাহেরপুর : বাগমারার তাহেপুরে এবারের পৌর নির্বাচনে মেয়র পদে প্রধান দুই দলের ২ প্রার্থী অংশগ্রহণ করছেন। এরা হলেন, আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আ.ন.ম শামসুর রহমান মিন্টু। পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৬১৯ জন। ৯ টি কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নওহাটা : নির্বাচনে মোট ৪ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।
মেয়র পদের প্রার্থীরা হলেন, ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান পৌর মেয়র শেখ মকবুল হোসেন, নৌকা প্রতীকে আ’লীগ মনোনীত প্রার্থী হাফিজুর রহমান হাফিজ ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতীকে আ: বারি খান। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ৮৪৪ জন। মূল লড়াই হবে বিএনপি ও আ’লীগ প্রার্থীর মধ্যে। যদিও আ’লীগে বিদ্রোহী থাকায় ভারমুক্ত রয়েছেন বিএনপির প্রার্থী। সুষ্ঠ ভোট হলে বিএনপির প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট নিয়ে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এস

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST