রাজশাহী মহানগরীতে ১০০ গ্রাম হেরোইনসহ রাকিব দেওয়ান (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তি রাজশাহীর বাগমারা উপজেলার মাদারিগঞ্জ হাসনিপুর এলাকার কাজী দেওয়ানের ছেলে। তাকে পবা উপজেলার বড়গাছিহাট এলাকা থেকে আটক করা হয়।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস জানান,
ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পবা থানাধীন বড়গাছীহাট হযরত আবু বকর (রাঃ) মাদ্রাসা ও এতিমখানার সামনে অভিযান চালিয়ে রাকিব দেওয়ানকে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে।ৎ
এস/আর