নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার বেলা ১১টার দিকে নগরীর কাপাসিয়ায় মানবন্ধন করা হয়। মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, গতকাল রোববার কলেজ ছুটি হওয়ার পরে ওই কলেজের অধ্যক্ষ জহুরুল আলম রিপন ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণীর এক ছাত্রীকে অফিস কক্ষে ডেকে নেয়। এরপর কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে বলে ওই ছাত্রী অভিযোগ। কলেজ থেকে যাওয়ার পর ওই ছাত্রী বিষয়টি অন্যান্য শিক্ষার্থী ও পরিবারের লোকজনকে জানায়। জানাজানি হয়ে গেলে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
সোমবার বেলা ১১ টার দিকে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা অধ্যক্ষের দাবিতে বিশাল মানববন্ধন করে। এ সময় তারা রাস্তা অবরোধ করে রাখে। দীর্ঘ সময় রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় মেয়র ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে তারা রাস্তা থেকে সরে দাঁড়ায়।
অভিযুক্ত মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ জহুরুল আলম রিপন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার বলেন, এটা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এমন কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, বিষয়টি শুনেছি। থানায় অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলী বলেন, বিষয়টি শুনেছি। কেন তারা হাসপাতালে যায়নি বা থানায় অভিযোগ করেনি তা বলতে পারবো না। আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়েছি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান পিপিএম বলেন, থানায় অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মতিহার থানার ওসিকে নিরদেশ দেওয়া হবে।
খবর২৪ঘণ্টা/এমকে