রাজশাহীর পুঠিয়ায় স্বামীর উপর অভিমানে বাড়ি থেকে খালার বাড়ি যাওয়ার পথে অটোচালক কর্তৃক গৃহবধূকে শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে ওই নারী অটোরিক্সা থেকে মহাসড়কে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। ওই নারী চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের শাহ আলমের স্ত্রী মীম আখতার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন ফায়ার সার্ভিস কর্মীরা। গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহীর মহাসড়কের সেনভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভূক্তভোগী ওই নারী বাড়িতে তার স্বামীর উপর অভিমান করে গত ৯ ফেব্রয়ারী আপন ছোট খালার ভাড়া বাড়ি নওগাঁ সদর এলাকায় যান। কিন্তু তার খালু
বেসরকারী চাকরির সুবাদে পুঠিয়ায় বদলী হয়ে আসায় সেখাতে তাদের দেখা পায়নি। সেখান থেকে পুঠিয়ায় খালার নতুন ঠিকানা সংগ্রহ করে বুধবার বিকেলে ট্রেন যোগে নাটোর আসেন। পরে সন্ধ্যার দিকে একটি অটোরিক্সা যোগে পুঠিয়া আসছিলেন ওই নারী। পথে সেনভাগ এলাকার ফাঁকা স্থানে এসে অটোচালক তাকে একা পেয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় তিনি আত্মরক্ষার্থে অটো থেকে লাফিয়ে মহাসড়কে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতারে ভর্তি করা হয়।
এ বিষয়ে পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালিদুর রহমান বলেন, ওই মেয়েকে আমরা অচেতন অবস্থায় হাসপাতালে পেয়েছি। সকালে সে কিছু কথা বলতে পেরেছে। তবে তার কথা বার্তায় এখনো এই ঘটনার বোঝা যাচ্ছে না। পুলিশ অটোচালকের বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি ওই মেয়ের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
এস/আর