1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৭মার্চ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৭মার্চ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে ৭ মার্চ থেকে, চলবে ১৮ মার্চ পর্যন্ত । চূড়ান্ত আবেদন চলবে ২৩ মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত। প্রতি ইউনিটে পরীক্ষায় অংশ নিতে পারবে ৪৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।

গতবছর লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হলেও এ বছর শুধু বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করছেন যেসব শিক্ষার্থী, শুধু তারাই পরীক্ষায় অংশ নিতে পারবেন। এমসিকিউ প্রশ্নে ১০০ টি প্রশ্ন করা হবে। ৫টি ভুলের ১ মার্ক কাটা যাবে।

মঙ্গলবার(০৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত  কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান ।

তিনি আরও বলেন, এবার ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ৪১৯১ টি। তিনটি ইউনিটে পরীক্ষা হবে। এ (কলা, আইন, সমাজ বিজ্ঞান, চারুকলা অনুষদ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট) ইউনিটে আসন সংখ্যা ২০১৯ টি, বি (ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ইউনিটে ৫৬০ টি, সি (কৃষি ও বিজ্ঞান অনুষদ) ইউনিটে ১৬১২ টি। প্রতি ইউনিটকে তিনটি আলাদা শিফটে ভাগ করে তিন সপ্তাহজুড়ে পরীক্ষা নেয়া হবে। সপ্তাহের যে কোন একদিনে একটি ইউনিটের সব শিফটের পরীক্ষা হবে। তবে ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST