1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শরীয়তপুরের স্বতন্ত্র মেয়র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ১০ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

শরীয়তপুরের স্বতন্ত্র মেয়র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ১০

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেদের মধ্যকার সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুলকুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাউসার ব্যাপারী (৩৪), আবু সায়েদ (২৫), বাবু (২১), শান্ত (২৪), ফাহাদ হোসেন (২২), রেজাউল (২৬), আসাদুজ্জামান আসাদ (৪০), আব্দুল্লাহ অন্তু (২৩), আজাদ ছৈয়াল (৩২), নাহিদ ছৈয়াল (৩০)। আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারি ডামুড্যা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই চলছে শেষ সময়ের উঠান বৈঠক, গণসংযোগ, পথসভাসহ প্রচার প্রচারণা।

আজ স্বতন্ত্র প্রার্থী (জগ প্রতীক) মো. রেজাউল করিম রাজা ছৈয়ালের সমর্থকরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুলকুড়ি এলাকায় উঠান বৈঠক শেষে প্রার্থীর বাড়ির দিকে যাচ্ছিল। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) মাস্টার কামাল উদ্দিন আহমেদের সমর্থকরা ওই এলাকাতেই ভোট চাইতে যায়। তখন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন মুঠোফোনে বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। দুইপক্ষের দুটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST