তানোর প্রতিনিধি :রাজশাহীর তানোরে আজ সোমবার সকালে উপজেলা হলরুমে, বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ম্যারাথন অ্যাপসের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতো সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া সেনানিবাস এর প্রতিনিধি ৪০ ইস্ট বেঙ্গল মেজর
মনিরুজ্জামান সৈকত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম,সিনিয়র ওয়ারেন্ট অফিসার শামসুল হক, ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেন, তানোর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ আহমেদ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন ।