নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ রোবরোববার বেলা ১১ টায় দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী, পুলিশ সুপার, রাজশাহীসহ রাজশাহী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এস/আর