চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে কুঁচকিতে চোট পাওয়ার পর আর মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যান সাকিবের প্রয়োজন না হলেও বোলার সাকিবকে ঠিকই মিস করছেন অধিনায়ক মুমিনুল হক।
টাইগারদের দেয়া ৩৯৫ রানের লক্ষ্যে পঞ্চম দিনে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ৩ উইকেটে ১১০ রান নিয়ে খেলতে নেমে ধীরস্থির শুরু ক্যারিবীয়দের। উইন্ডিজ ব্যাটসম্যানদের চেপে ধরার চেষ্টা ছিল টাইগার স্পিনারদের। তবে সফলতাতো মিলেনি উল্টো রানের চাকা সচল রাখেন এনক্রুমাহ বোনার ও কায়েল মায়ের্স।
জেএন