1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে চার চোলাই মদ ব্যবসায়ীর কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০:৩৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে চার চোলাই মদ ব্যবসায়ীর কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৪ ফেব্ুয়ারী, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ, বাংলা মদ, গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাদলাই জোড় বাগানের সেফালী বেওয়া, পিটিআই এলাকার বাবর, রামকৃষ্টপুরের সামিরুল, আলীনগর রেলপাড়ার আব্দুস সালাম।
জানা গেছে, ৪ ফেব্রয়ারি বৃহস্পতিবার দিনব্যাপি বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানগুলো পরিচালনা করা হয়। সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন উপস্থিত ছিলেন।
আসামীদের মধ্যে সেফালীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আসামী বাবরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আরেক আসামী সামিরুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আব্দুস সালামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভেজাল চোলাইমদ তৈরির উপকরণসহ বিভিন্ন মদ তৈরির সামগ্রী জব্দ করা হয়। ইন্সপেক্টর রায়হান আহমেদ খান জানান, জেলাতেও ভেজাল মদ তৈরি ও বিক্রি বন্ধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, পরিদর্শক রায়হান আহমেদ খান।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST