শেরপুরের বাজিতখিলায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার এসআই সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিএনজিকে চাপা দেয়ার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
জেএন