চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে ট্রাক্টর চাপায় রজিবুর ইসলাম (২৭) নামের এক চালক নিহত হয়েছেন। তিনি চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘি গ্রামের হাছেন গায়েনের ছেলে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ট্রাক্টর চালক রজিবুল শলুয়া ইউনিয়নের
চোকার বিল থেকে মাটি নিয়ে বামনদিঘি গ্রাম দিয়ে যাওয়ার সময় মন্ডলপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটির দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এস/আর