নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ২০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ এনদাদুল হক ওরফে (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোল্লাপাড়া তাজেন্দ্রপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী এনদাদুল ট্রাভেলস্ ব্যাগের হাতলের ভিতরে স্পন্স
কেটে ২০০ গ্রাম হেরোইন ৪টি প্যাকেটে কৌশলে ঢুকিয়ে রেখে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। এর মূল্য প্রায় ২০ লাখ টাকা। হেরোইনগুলো বাসে করে ওই মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থেকে ঢাকা নিয়ে যাচ্ছিল। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর