নাটোর প্রতিনিধিঃ নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় রোববার নসিমন উল্টে আব্দুস সামাদ (৫১) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা গ্রামের মৃত কাজেম মোল্লার ছেলে।
সিংড়া থানা পুলিশ সূত্রে জানা, রোববার নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জামতলী এলাকায় বগুড়াগামী একটি নসিমন (ভটভুটি) উল্টে আব্দুস সামাদ নামের এক বৃদ্ধ কৃষক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কৃষক আব্দুস সামাদ খড় কেনার জন্য সিংড়া থেকে রনবাঘা যাচ্ছিল। অপরদিকে ভোররাতে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় একটি মহিষের গাড়ীর সাথে অপর দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুইটি মহিষের মর্মান্তিক মৃত্যু হয়। এসময় মহিষের গাড়ী চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহত আব্দুস সামাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ