নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে পুলিশের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজবৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি থেকে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
পরে চন্দ্রিমা থানার গেইটে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়। এ মানবতার দেয়ালের মাধ্যমে প্রয়োজনীয় জিনিস মানুষ ব্যবহারের জন্য নিতে পারবে ও অপ্রয়োজনীয় পোশাক মানবতার দেয়ালে রেখে যেতে পারবে। এ সময় আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এস/আর