1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী অঞ্চলেও বিজঙ্গীকরণ কার্যক্রম শুরু হবে : র‍্যাব-৫ এর অধিনায়ক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

রাজশাহী অঞ্চলেও বিজঙ্গীকরণ কার্যক্রম শুরু হবে : র‍্যাব-৫ এর অধিনায়ক

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক : প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন র‍্যাব-৫ রাজশাহীর নয়া অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল মোস্তাকিম এসপিপি, পিএসসি, জি, আর্টিলারি। আজ ২৭ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে র‍্যাব-৫ এর সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।

মতবিনিময় সভায় সাংবাদিকদের অধিনায়ক জানান, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত র‍্যাব-৫ ৫৫ জন জঙ্গি, ৯১ টি আগ্নেয়াস্ত্র, ২১৯ রাউন্ড গুলি, ৭৬ টি ম্যাগজিন, ৫৭ কেজি ৪০০ গ্রাম হেরোইন, ১১ কেজি ৬০০ গ্রাম আফিম, ৩৮৪৮৭ বোতল ফেন্সিডিল, ১৮৯৯৯১ পিস ইয়াবা, ১৬৯৮ কেজি গাঁজা, ৯৬২৭ লিটার চোলাই মদ, ৪১৩ বোতল বিদেশি মদ, ৩৮৭ ক্যান বিয়ার উদ্ধারসহ অপহরণকারী, প্রতারক, সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভেজাল ব্যবসায়ী, ভুয়া ডাক্তার, চোরাকারবারিসহ ৩ হাজার ৭১ জন অপরাধীকে গ্রেফতার করে।

তিনি আরো  জানান, মাদক ও চোরাচালানীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। র‍্যাব সদর দপ্তর বিজঙ্গিকরণ কার্যক্রম  শুরু করেছে। এর ধারাবাহিকতায় রাজশাহী অঞ্চলে কার্যক্রম হতে পারে। এ কারণে জঙ্গী মনোভাবাপন্ন বা জঙি সদস্যকে স্বেচ্ছায় আত্মসমর্পণের মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি৷ এতে এতে র‍্যাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ ছাড়াও তিনি জঙি ও  মাদক দমনে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, সিপিএসসি কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team