নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ফেন্সিডিলসহ মাহাবুল হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী চারঘাট উপজেলার রাওথা গ্রামের বাবুল হোসেনের ছেলে। সোমবার রাতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার এস, এম, ফজলুল হক এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী জেলার চারঘাট থানাধীন পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মাহাবুল হোসেনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রির জন্য নিজের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে।
এস/আর