সংবাদ বিজ্ঞপ্তি : ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) রাজশাহী শাখা সিএমএ ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে মহানগরীর বনলতা বাণিজ্যিক এলাকায় ফলক উন্মোচন ও ফিতা কেটে ভবনটির শুভ উদ্বোধন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর ভবনটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইসিএমএবি প্রেসিডেন্ট জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ। বিশেষ অতিথি ছিলেন, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের প্রেসিডেন্ট এ.কে.এম. দেলোয়ার হোসেন, এফসিএমএ। স্বাগত
বক্তব্য দেন, আইসিএমএবি অফিসার-ইন-চার্জ প্রফেসর ড. মোঃ আখতার উদ্দিন এফসিএমএ। আরো বক্তব্য দেন আইসিএমএবি ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ এফসিএমএ এবং আইসিএমএবি সেক্রেটারি মুনিরুল ইসলাম এফসিএমএ। ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিএমএবি ট্রেজারার আলী হায়দার চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে সম্মাননা স্মরক প্রদান করা হয়।
এস/আর