নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় বিপুল ভট্টাচার্য (৩২) নামের এক পুলিশ সার্জেন্টকে কাঠের চলা দিয়ে পিটিয়ে আহত বেলাল হোসেন(২৫) কে আটক করেছে পুলিশ। গত বুুুধবার দিবাগত রাত ১২ টার দিকে তাকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে যাত্রীবাহী বাস থেকে গ্রেফতার করা হয়। আটক বেলাল নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার শামসুল হকের ছেলে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়েছে। এ মামলায় প্রত্যক্ষদর্শী দুইজনকে সাক্ষী করা হয়েছে।
প্রসঙ্গ, গত ১৯ জানুয়ারী মঙ্গলবার দুপুরে নগরীর সিটি বাইপাস সংলগ্ন ঘোড়া চত্বরে দায়িত্ব পালনকালে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য। এ সময় ওই রাস্তা দিয়ে বেলাল হেলমেট না পরেই খালি মাথায় মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। কর্তব্যরত সার্জেন্ট বিপুল তাকে থামিয়ে কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বেলাল দোকান থেকে কাঠের চলা দিয়ে পুলিশ সার্জেন্টকে পেটাতে শুরু করে। কাঠের আঘাতে সার্জেন্ট মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষনিক ঘটনাস্থলে গেলে হামলকারী বেলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই আরএমপি কমিশনার তাকে দেখতে হাসপাতালে যান ও আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন। ওই দিন রাত ১০টার দিকে সার্জেন্ট বিপুল বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় বেলালকে আসামী করে একটি মামলা দায়ের করেন। সরকারী কাজে বাধা দান ও মারধরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর