1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২৬ জানুয়ারি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২৬ জানুয়ারি

  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৬ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ  বুধবার বিকেলে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্লেয়ার্স ড্রাফট কার্যক্রমের উদ্বোধন করেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও রাজশাহী ডিভিশনাল ক্রিকেট দলের অধিনায়ক জহুরুল ইসলাম অমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও

বক্তব্য দেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও রাসিকের ক্রীড়া স্থায়ী কমিটির সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন। প্লেয়ার্স ড্রাফট কার্যক্রম সার্বিক পরিচালনা করেন রাসিকের ক্রীড়া স্থায়ী কমিটির সদস্য সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার। উপস্থিত ছিলেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬টি দলের মালিক, কোচ, ম্যানেজার এবং খেলোয়াড়বৃন্দ অংশ নেন।

এরআগে টুর্নামেন্ট আয়োজন উপলক্ষ্যে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬টি দল হলো, কুমারপাড়া রাইডার্স, ফাইটার রাজশাহী, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, মা অটো ব্রিকস, বাংলা ট্রাক ক্রিকেট একাডেমী, এমএস এ্যাভেঞ্জারস। এই ছয়টি টিমের ৮৪ জন ক্রিকেটার অংশগ্রহণ করবে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি জহুরুল ইসলাম অমি বলেন, আমরা রাজশাহী বিভাগীয় দলের বর্তমান ক্রিকেটাররা একত্রিত হয়ে রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন নামক একটি সংগঠন তৈরি করেছি, যার উদ্দেশ্য আমাদের রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের সমৃদ্ধি ও ভবিষ্যৎ ক্রিকেটার তৈরি করা। সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির আহবায়ক ক্রিকেটার শাহাজাদা হোসেন, জাতীয় দলের খেলোয়াড় ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, সাব্বির হোসেন রুম্মান, সাঞ্জামুল ইসলাম, সাকলাইন সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team