1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগ ও জেলায় করোনা শনাক্তের হার কমেছে - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

রাজশাহী বিভাগ ও জেলায় করোনা শনাক্তের হার কমেছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
করোনা প্রতিকি ছবি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগ ও জেলায় করোনা শনাক্তে হার কমেছে। গত কয়েকদিন থেকে প্রতিদিনই কমছে বিভাগের ৮টি জেলায় করোনা শনাক্তের সংখ্যা। আগে প্রতিদিন বিভাগে অন্তত ৫০ থেকে ৬০ জন এমনকি শতাধিকের উপরে করোনা শনাক্তের হার ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে ২০ থেকে ৩০ জনের মধ্যে থাকছে। তুলনামূলক রাজশাহী জেলাতেও করোনা শনাক্তের হার পূর্বের তুলনায় অনেকটা কম। এখন প্রায় ৩ থেকে ৬ জনের মধ্যে জেলার ৯টি উপজেলা ও মহানগর মিলিয়ে করোনা শনাক্ত হচ্ছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় নতুন করে আরো ১৮ জন ও জেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গতদিনের তুলনায় এদিন বেশি

মানুষের করোনা শনাক্ত হয়। বিভাগে মোট ২৪ হাজার ৮৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৮৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪১৮ জন, বাঘা উপজেলায় ১৮৬ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৬ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩২ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৭৫ জন শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় নতুন করে আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গতদিনের তুলনায় এদিন বেশি মানুষের করোনা শনাক্ত হয়। বিভাগে মোট ২৪ হাজার ৮৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ২২ হাজার ৯০৯ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৮৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৮ জন, নওগাঁ ১৫৭১ জন, নাটোর ১২১৯ জন, জয়পুরহাট ১৩৪০ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৭০১ জন, সিরাজগঞ্জ ২৬৭৮ জন ও পাবনা জেলায় ১৬৪৪ জন। মৃত্যু হওয়া ৩৭৯ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৩৫ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৪ হাজার ৮৮৫ জন।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST