নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সকালে জেলার বদলগাছী আবহাওয়া অফিস বিষয়টি জানান।আবহাওয়া অফিস জানায়, ভোরে থেকেই মাঝারি শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। সারাদিন তাপমাত্রা কম থাকবে। এ কারণে শীতের তীব্রতা বাড়বে। রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই তাপমাত্রা কমছে।
জেএন