নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফরিদুল আলম (২৬) নামের এক চিহ্নিত রোগী ধরা দালালকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে তাকে আটক করে লক্ষ্মীপুর পুলিশ বক্স। আটক দালাল নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন হাতেমখান এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব রহমান বলেন, রামেক হাসপাতালের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ধরে বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো দালাল ফরিদ। এসময় খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে চিহ্নিত দালাল ফরিদকে আটক করা হয়। পরে তাকে রাজপাড়া থানায় প্রেরণ করা হয়। পুলিশ কমিশনার স্যারের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে।
এস/আর