দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ
প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। জাতির পিতা পাকিস্তানের বন্দিদশা থেকে
মুক্তি পেয়ে ১৯৭২ সালের এইদিনে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে
প্রত্যাবর্তন করেন।
এর আগে ৮ জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস
কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি।
দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা ও পৌর আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও দলের
বিভিন্ন সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল রবিবার বিকেলে রাজশাহী-৫
(দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমানের
দলীয় অফিস কক্ষে দোয়া, এক মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল
মোতালেব। এসময় উক্ত অনুষ্ঠানে পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেনের
সঞ্চলনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা
ছাত্রলীগের সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য পৌরসভার
মেয়র পদপ্রার্থী আমিনুল হক টুলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক
সদস্য মেয়র পদপ্রার্থী আব্দুর রাজ্জাক,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিম উদ্দিন,উপজেলা দলিল লেখক সমিতির
সভাপতি আওয়ামীলীগ নেতা সোলায়মান সরকার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন,নওপাড়া ইউনিয়ন আওয়ামী
লীগের সভাপতি গোলাম ফারুক, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাবেক
পৌর ছাত্রলীগের সভাপতি শাকিল খান প্রমুখ।
এস/আর