সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা শাখা অধিনস্থ ৬ টি ইউনিটের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আজ অনুমোদন দিয়েছে রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউল করিম টুটুল ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম জনি । ঘোষিত ইউনিট সমূহ হচ্ছে গোদাগাড়ী উপজেলা, নওহাটা পৌর, দূর্গাপুর উপাজেলা, দূর্গাপুর পৌর, পুঠিয়া উপজেলা, পুঠিয়া পৌর । গোদাগাড়ী উপজেলাতে মোঃ বেদার উদ্দীন বিদ্যুৎকে আহ্বায়ক ও মোঃ কাউসার আলীকে সদস্য সচিব, নওহাটা পৌরসভাতে মোঃ সোহেল রহমান কে আহ্বায়ক ও ফয়সাল কবির সজলকে সদস্য সচিব, দূর্গাপুর উপজেলাতে মোঃ ইমন আহম্মেদ সুমন কে আহ্বায়ক
ও আব্দুস সবুর বুলেট কে সদস্য সচিব, দূর্গাপুর পৌরসভাতে মোঃ আল আমিন রিমন কে আহ্বায়ক এবং এস এম সাকিব কে সদস্য সচিব, পুঠিয়া উপজেলাতে হুমায়ুন আহম্মেদ কে আহ্বায়ক ও মেহেদি হাসান জুয়েল কে সদস্য সচিব, পুঠিয়া পৌরসভাতে সানোয়ার হোসেন জনিকে আহ্বায়ক ও জীবন রহমান সদস্য সচিব করে প্রত্যেক ইউনিটে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন রাজশাহী জেলা ছাত্রদল। রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম জনি জানান দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি ইউনিটের পুনঃগঠন চলছে সে ধারাবাহিকতায় রাজশাহী বিভাগীয় ছাত্রদলের নেতৃবৃন্দ রাজশাহী জেলা
অধিনস্থ প্রতিটি ইউনিটের সাংগঠনিক অবস্থা বিবেচনায় রেখে কমিটি গঠনের প্রক্রিয়া দেখভাল করছেন । ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সরাসরি নির্দেশনায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয় । ঘোষিত কমিটিকে ৬০ দিনের মধ্যে অধিনস্থ ওয়ার্ড ও ইউনিয়ের কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে । শরিফুল ইসলাম জনি আরও জানান ঘোষিত ৬ টির মধ্যে ৫ টি কমিটি নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । নওহাটা পৌরসভা আহ্বায়ক কমিটি গত ৩ মাস পূর্বে দেওয়া হয়েছিল কিন্তুু তারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় আবারো নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হল । প্রত্যেক ইউনিটের কমিটি গঠনের ক্ষেত্রে দলের জন্য ত্যাগী, পরিশ্রমীদের মূল্যায়ন করা হয়েছে বলে জানান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম জনি।
এস/আর