রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রসাশনের পক্ষ থেকে উপচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এরপর বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল আরিফ প্রমুখ।
সভায় উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান বলেন, ১৬ ডিসেম্বরের বিজয়ের অপূর্ণতা পূর্ণতা পেয়েছিল ১০জানুয়ারি। তাই এই দিনটির গুরুত্ব অনেক বেশি। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা বিনির্মাণ করা। সেই স্বপ্ন যদি বিনির্মাণ না হয় তাহলে কিন্তু তার স্বপ্ন অধরা থেকে যাবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্রসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, রাবি ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।